বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

দেশে একদিনে মৃত্যু ১৯, শনাক্ত ১৬০৪

দেশে একদিনে মৃত্যু ১৯, শনাক্ত ১৬০৪

লোকমান হোসেন পলা।।
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১১১টি ল্যাবে ১৪ হাজার ১৪১ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৬০৪ জনের শরীরে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯০৫ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন। এর মধ্যে ১ হাজার ৪২২ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ২২ হাজার ৭০৩ জন।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD