আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়া ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৭ জানুয়ারী) বেলা ১১ টায় নলছিটি ডিগ্রি কলেজ মাঠে তিন শত অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়। এতে নেতৃত্ব দেন শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যটালিয়নের অধিনায়ক লেপ্টেনেন্ট কর্ণেল সরওয়ার-ই-আলম পিএসসি। কভিট ১৯ নভেল করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে কন্বল নিতে আসা প্রত্যেককে টানেলে প্রবেশ করিয়ে জীবানুনাশক স্প্রে দেয়া হয়। অসহায় শীতার্তরা সুশৃঙ্খলভাবে কম্বল পেয়ে হাসি মুখে বাড়িতে ফিরে যান এবং সন্তোষ প্রকাশ করেন।
লেপ্টেনেন্ট কর্ণেল সরওয়ার-ই-আলম বলেন, ‘মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে সেনা সদস্যদের নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে।
Leave a Reply