আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটিতে উপজেল প্রসাশন’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ভার) মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান । অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য খন্দকার মুজিবুর রহমান, ইন্সপেক্টর তদন্ত আঃ হালিম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার, শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, যুব উন্নয় কর্মকর্তা মাহামুদ আলম জমাদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজিম, কৃষি কর্মকর্ত ইশরাত জাহান মিলি, এ্যাকাডেমিক সুপার ভাইজার বদরুল আমিন, মুক্তিযুদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ও পৌর কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, পৌর আলীগ সাধারণ সম্পাদক জনার্দন দাস,কৃষকলীগ সভাপতি ও পৌর কাউন্সিলর ফিরোজ আলম খান প্রমুখ। এসময় সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২১ যথাযথ মর্জাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply