আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নলছিটি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাকক্ষে উপজেলা আ’লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল্লী উপস্থিত ছিলেন ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য ও ১৪ দলের মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা আ’লীগের সহ সভাপতি ও আসন্ন নলছিটি পৌর সভা নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান, জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ খান সাউফুল্লাহ পনির, ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, নলছিটি উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডঃ সৌয়দ হোসেন খোকন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক জনার্ধন দাস প্রমুখ।
এসময় ঝালকাঠি জেলা আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, নলছিটি উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের আ’লীগ সমর্থিত কাউন্সিলর বৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেনী প্রেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্ব সম্মতিক্রমে আসন্ন ৩০ জানুয়ারী নলছটি পৌর সভা নির্বাচনে আ’লীগ সমার্থিত ও নৌকা প্রতিকের প্রার্থী জেলা আ’লীগের সহ সভাপতি, জেলা পরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াহেদ কবির খানকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।
সভাশেষে অংশগ্রহণকারি নেতৃবৃন্দ তাদের কর্মী-সমর্থকদের নিয়ে মেয়র প্রার্থী ওয়াহেদ কবির খানের সমর্থনে একটি মিছিল বের করে সহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
Leave a Reply