আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটিতে চোরাই গরু বোঝাই ট্রলারসহ ৭ চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। ৫ অক্টোবর সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার জুরকাঠি ঘোপেরহাট বাজার সংলগ্ন খয়ড়াবাদ নদী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো গলাচিপা উপজেলার রিয়াদ মাতুব্বর, ইসমাইল শিকদার, মো .নিজাম, কলাপাড়া উপজেলার স্বপন খান, রাঙ্গাবালি উপজেলার লিটন হাওলাদার, পটুয়াখালী সদর উপজেলার আ. লতিফ ও মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ার সাইদুল প্যাদা।
জানা গেছে, সংঘবদ্ধ একটি গরু চোর চক্রের ১০ থেকে ১১ জন সদস্য রাত সাড়ে ৮ টার দিকে একটি মাছধরা ট্রলারে ৪টি গরু ও ৩টি মহিষ নিয়ে ঘোপেরহাট বাজার সংলগ্ন ওই নদীর পাড়ে ঘাট দেয়। এ সময় ট্রলারের লোকজনের গতিবিধি সন্দেহ হলে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চায়। তারা পরিচয় না দিয়ে তীরে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী ধাওয়া করে চোর চক্রের ৭ জনকে ধরে ফেলে এবং অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার,এস আই আবদুল আজিজ, এস আই নাঈম ঘটনাস্থলে পৌঁছে চোরাই গরু ও মহিষসহ ওই ৭ চোরকে গ্রেফতার এবং ট্রলারটি জব্দ করেন।
নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার এ ঘটনা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পুলিশ বাদী (এসআই আবদুল আজিজ)হয়ে একটি মামলা দায়ের করেছ
Leave a Reply