আমির হোসেন, ঝালকাঠিঃ
নলছিটিতে বর্নাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রহমান’র জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার(১৭মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সিনিয়র সহ—সভাপতি মো.সিদ্দিকুর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, নলছিটি থানা অফিসারর্স ইনচার্জ আলী আহমেদ,যুবলীগ নেতা মামুন তালুকদার, ছাত্রলীগ সভাপতি অনিক সরদার প্রমুখ।
এ সময় সহকারী কমিশনার (ভুমি) মো. সাখাওয়াত হোসেন,উপজেলা প: প: কর্মকর্তা ডা. শিউলি পারভীন,মুক্তিযোদ্ধাবৃন্দ, সিক্ষক সাংবাদিকসহ আ’লীগ ও এর অংগ সংগঠনের নেত্রীবৃন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রসাশন, বাংলাদেশ আ’লীগ, পুলিশ প্রসাশন, সোনালী ব্যাংকসহ নানা শ্রণীপেষার মানুষ। অনুষ্ঠানের শেষ পযার্য়ে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একই দিন সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদ ভবনে নলছিটি উপজেলা আ’লীগের আয়োজনে পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে উপজেলা পৌর আ’লীগ’র উদ্যোগে বিকেলে গোলাম মোস্তফা খান শপিং কমপ্লেক্সে পৌর আ’লীগ সভাপতি ডাঃ এসকেন্দার আলী খান’র সভাবতিত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে কেক কেটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
Leave a Reply