নলছিটি পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তাজুল ইসলাম দুলাল চৌধুরী সর্বসাধারনকে নিয়ে এক মতবিনিময় সভা করেন।
শুক্রবার এশা বাদ তার নিজ এলাকায় প্রায় ৩ শতাধিক ওয়ার্ডবাসীকে নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতি হিসেবে ছিলেন স্থানীয় মুরব্বি মো. আবদুল হক মাষ্টার।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। যার মধ্যে রয়েছে এলাকার বিভিন্ন ধরনের জনগুরুত্বপূর্ণ সমস্যা। তারা দুলাল চৌধুরীকে নির্বাচিত করার মধ্য দিয়ে বিভিন্ন সমস্যা সমাধানের প্রত্যায় ব্যক্ত করেন।
তাজুল ইসলাম দুলাল চৌধুরী সকলের মতামতকে সম্মানেরসহিত নিয়ে সবাইকে আস্বস্ত করেন যে,যদি তিনি নির্বাচিত হতে পারেন তাহলে ওয়ার্ডবাসীর সকল সমস্যা সমাধানের চেষ্টা করবেন। এছাড়া তিনি শুধু নির্বাচনকালীন না বিগত দিনের মতো সবার পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেছেন।
অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহতাব হোসেন টিটু ও উপজেলা আ’লীগ’র দপ্তর সম্পাদক ডাঃ ইউসুফ আলী তালুকদার। স্থানীয় বিভিন্ন দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার প্রতিনিধিগন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
Leave a Reply