আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটিতে উপজেল বাল্যবিবাহ নিরোধ কমিটি’র উদ্যোগে ও প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ ও আরডিএফ’র যৌথ উদ্যোগে এক সচেতন মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ভার) সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোর্সেদা লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ শিউলি পারভিন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার, সাপর্ট ইন্টিগ্রেশন স্পেশালিস্ট উম্মে আছমা খানম, উপজেলা সমন্বয়কারী আশ্রাফুল ইসলাম, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আঃ মান্নান সিকদার, প্রভাষক মোঃ আমির হোসেন, সাংবাদিক অরবিন্দ পোদ্দার তপু প্রমুখ।
এছাড়াও শিক্ষক- শিক্ষার্থী, ইমাম, পুরোহিত, এনজিও প্রতিনিধিসহ নানা শ্রেনী পেষার মানুষ সভায় অংশ নেন। এসময় নলছিটি উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানানো হয়।
Leave a Reply