আমির হোসেন, ঝালকাঠিঃ ঝালকাঠির
নলছিটিতে রবিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পৌরসভাস্থ কাঠেরপুল নামক স্থানে মেসার্স মিডিয়া স্টোরে চুরির ঘটনা ঘটেছে।
চুরি সংঘঠিত হওয়া মিডিয়া স্টোরের মালিক মনির হোসেন জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকানে তালা দিয়ে বাড়ীতে যাই। রবিবার রাতেও ঠিকঠাক মতো তালা দিয়ে যাই । কিন্তু সকালে এসে দেখি দোকানের উত্তর পার্শ্বের সাটারের তালা ভাঙ্গা। এরপর ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম ক্যাশবাক্স বের করা হয়েছে। পরবর্তীতে দোকান থেকে কিছুটা দূরে খোলা জায়গায় ক্যাশবাক্স দুটি ভাঙ্গা অবস্থায় পাই।
তিনি আরও বলেন সোমবার সকালে আমার চালের বস্তা পাইকারী ক্রয় করতে যাওয়ার কথা ছিল তাই দোকানে প্রায় নগদ ৮৫ হাজারের মতো টাকা ছিল। এছাড়া মোবাইলে টাকা লোডের কার্ড,সিগারেটসহ কয়েক বস্তা চাল নিয়ে গেছে চোরের দল। সব মিলিয়ে আমার প্রায় লক্ষাধিক টাকার উপরে ক্ষতি হয়েছে।
এর আগে একবার ব্যবসায় লস খেয়ে একটি এনজিও থেকে ঋন নিয়ে পূনরায় ব্যবসা শুরু করেছিলাম। কিন্তু আমার এখন অনেক বড় ক্ষতি হয়ে গেলো, ব্যবসা টিকিয়ে রাখা দায় হয়ে যাবে। সবশেষ খবর অনুযায়ী এ ব্যাপারে নলছিটি থানায় একটি অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply