বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন

নলছিটিতে মাছের সাথে এ কেমন নিষ্ঠুরতা!

নলছিটিতে মাছের সাথে এ কেমন নিষ্ঠুরতা!

আমির হোসেন, ঝালকাঠিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোররাতে মো. ফখরুল হাওলাদারের মাছের ঘেরে এ ঘটনা ঘটেছে।

ঘেরের মালিক উপজেলার গোপালপুর গ্রামের মো. ফখরুল হাওলাদার জানান, কামদাবপুর গ্রামে এক একর পাঁচ শতাংশ জমিতে তিনি মাছের ঘের করে রুই, মৃগাসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেন। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা বুধবার ভোররাতে তাঁর ঘেরে বিষ প্রয়োগ করে।
খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘেরের মাছ মরে ভেসে উঠছে। এতে তাঁর সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি ।

ঘটনাটি তিনি মোবাইল ফোনে নলছিটি থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নলছিটি থানর ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, এখনো লিখিত অভিযোগ পাইনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD