আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, শুক্রবার( ২১ জানুয়ারি .) নলছিটি ভরতকাঠিতে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের আওতার উচ্চমূল্যের সবজী প্রদররশনী টমেটোর ওপর কৃষক মাঠদিবস অনুষ্ঠিত হয়।এসএসিপি প্রকল্পের আওতাধীন এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএই’র পরিচালক (সরেজমিন উইং) একেএম মনিরুল আলম। বিশেষ অতিথি ছিলেন ডিএই’র উপপরিচালক মো. ফজলুল হক পটুয়াখালীর উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত,বরিশাল কৃষি উন্নয়ন প্রকল্পের পিডি মোঃজাহিদুল ইসলাম,প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ জুলকার নাইম প্রমিখ । মাঠ দিবসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি।
প্রধান অতিথি তার বক্তব্যে উচ্চমূল্যের সবজী হিসেবে টমেটোর পুষ্টিগুন,চাষাবাদ কৌশল ও আন্তঃপরিচর্যার বিভিন্ন প্রযুক্তি নিয়ে আলোচনা করেন।এছাড়াও বক্তব্য রাখেন উপপরিচালক,ঝালকাঠি,প্রকল্প পরিচালক,বরিশাল কৃষি উন্নয়ন প্রকল্প,সিনিয়র মনিটরিং অফিসার প্রকল্প।এসময় আরো উপস্থিত ছিলেন এইও আলী আহম্মদ,আবু জাফর ইলিয়াস,উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ ও বিপুল সংখ্যক কৃষক-কৃষাণি।
Leave a Reply