আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটিতে মাস্ক বিহীন পথচারীদের বিরুদ্ধে অভিযান পরিচালকরে ৬ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা শহরের মূল পয়েন্ট গুলোতে অভিযান চালিয়ে প্রত্যেককে ২’শ টাকা করে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে নির্বাহি ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, সরকারের নো মাস্ক, নো সার্ভিস’ কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এসময় করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সাধারন জনগনকে মাস্কের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন এবং সবাইকে মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার(ভার:) মো.সাখাওয়াত হোসেন।
এসময় তাঁর সাথে ছিলেন নলছিটি থানায় কর্মরত এএসআই আল আমিন হোসেন সহ পুলিশের একটি দল।
Leave a Reply