মোঃ আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও সম্মাননা পত্র প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহমুদ আলম জোমাদ্দার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজিম,জয়িতাদের পক্ষে বক্তব্য রাখেন মাহমুদা বেগম ও উম্মে হাবিবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার। সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক মো. আমির হোসেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথির কাছ থেকে উপজেলার ৫জন শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পত্র ও ক্রেস্ট গ্রহন করেন।
Leave a Reply