বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন

নলছিটি পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হলেন ওয়াহেদ কবির খান

নলছিটি পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হলেন ওয়াহেদ কবির খান

আমির হোসেন, ঝালকাঠিঃ

ঝালকাঠির নলছিটিতে আসন্ন পৌর নির্বাচনে পৌর মেয়র পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত ভাবে ঘোষণা করা হয়েছে। সকল জল্পনা কল্পনা শেষে নলছিটিতে নৌকার মাঝি হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান।

শনিবার রাতে ওয়াহেদ কবির খান তার সমর্থকদের নিয়ে একটি মিছিল বের করেন পৌর শহরের পুরাতন পোস্ট অফিস রোড, হাইস্কুল সড়ক, বাদুরতলা বাজার, বাসস্ট্যান্ড, পুরানবাজার ও লঞ্চঘাটসহ শহরের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত ও কুশল বিনিময় করে দোয়া প্রার্থনা করেন।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়াহেদ কবির খান জানান, আওয়ামী লীগ নেতা ও ঝালকাঠি-২ আসনে সংসদ সদস্য, জননেতা আলহাজ্ব আমীর হোসেন আমু’র নির্দেশনা মোতাবেক আমি দলের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছি। তিনি এবং দল পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি সবসময় জনগণের পাশে থেকে সকল পৌর সুবিধা ও সেবা পৌঁছে দেবো এবং নলছিটি পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করার চেষ্টা করব।

গণসংযোগকালে তার সাথে পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনারধন দাস, উপজেল যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নলছিটি শাখার সভাপতি প্রান্তিক দাস পুটু, যুবলীগ নেতা আবুল কাশেম বাবলু, লুৎফর রহমান শাহীন, গাজী শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম ইলিয়াস, মামুন মাহাম্মুদ, শামিম আহাম্মেদ, রিপন আহম্মেদ, জাকির হোসেন, দীপু চৌধুরী, সম্পু দাস, অমল দাস, সজল দাস বুলেট, মামুন মোল্ল, কমল দাস, সৈকত দাস স্বপন, সঞ্জয় দাস, রিপন দাস, নিতাই মালো, রিপন মালো, সুমন দাস, ফারুক হোসেন, জুলহাস, হান্নান, উপজেলা ছাত্রলীগ সভাপতি অনিক সরদার, সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হানসহ পৌর ছাত্রলীগ, স্বেচ্ছা সেবক লীগ, শ্রমীক লীগের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD