স্বপন কুমার রায় খুলনা ব্যুরোপ্রধান
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, দাকোপের লাউডোব ইউনিয়নের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান আর্য্য হরি সভার মহাপরিচালক ও সাবেক ট্রাস্টী শ্রী অপূর্ব কুমার রায়। বিভিন্ন শারীরিক জটিলতার কারণে অসুস্থ হয়ে ১৮ দিন চিকিৎসাধীন ছিলেন খুলনার হেলথ কেয়ার হাসপাতালে।অবশেষে রবিবার ২১ ফ্রেবুয়ারী দুপুর ৩.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মৃত্যুবরণ করেন সকলের প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাবু অপূর্ব কুমার রায়(৭৮)। তার মরদেহ কে শেষ শ্রদ্ধা নিবেদন করার লক্ষ্যে আর্য হরিসভায় রাত ৯ টার দিকে আনা হয়। সেখানে এলাকার সকল স্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আত্মার শান্তি কামনা করে এক প্রার্থনা সভার আয়োজন করেন । আজ সোমবার সকাল ১০ ঘটিকায় তার শেষ কৃত্য অনুষ্ঠান নিজ বাসভবনে এলাকার সকল স্তরের মানুষের উপস্থিতিতে শেষ হয়। সকল স্তরের মানুষ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Leave a Reply