বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ের তেতুলিয়ায় প্রধানমন্ত্রী ৭৪ তম জন্মবার্ষিকী পালিত

পঞ্চগড়ের তেতুলিয়ায় প্রধানমন্ত্রী ৭৪ তম জন্মবার্ষিকী পালিত

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তেতুলিয়া দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে এই জন্মবার্ষিকী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল। আলোচনায় তিনি বলেন আমরা অত্যন্ত ভাগ্যবান, এবং আনন্দিত এজন্য যে, আমরা একই সাথে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও তার কন্যা দেশনেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী পালন করতে পারছি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি জাহেদ আলী, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD