কলকাতা প্রতানিধি।।
গত মঙ্গলবার নবান্নে চার জেলার ভার্চুয়াল বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন”আগামী ২০-২৫ শে সেপ্টেম্বরের মধ্যে বাংলা থেকে করোনা চলে যাবে।তার পরে জেলায় জেলায় বৈঠক হবে।
মাননীয়া মুখ্যমন্ত্রীর করোনা প্রসঙ্গে এক চাঞ্চল্যকর মন্তব্যের কটাক্ষ করে ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি শ্রী মনসা সেন মহাশয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন- “করোনা রোগ এবং করোনা রাজনীতি দুটোই সমান ভাবে ভোগাচ্ছে মানুষকে।এই পরিস্থিতিতে কত মানুষ কাজ হারিয়েছে,বহু কলকারখানা বন্ধ ,ব্যবসা-বাণিজ্য লাটে উঠেছে।এই সময় পুনর্গঠন ও বিনির্মানের কথা বললে ভালো হতো।রাজনীতি মানুষের কল্যানের জন্য কিন্তু জনগণ ধোঁকা খেলে,জনগণ পারে বাউন্ডারি পার করতে।”
Leave a Reply