আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবীতে রাজধানীর বাংলামটর মোড়ে পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকাল ১১টায় এই মানববন্ধন হওয়ার সকল প্রস্তুতি থাকলে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ এলাকা ঘিরে রাখে। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন দলীয় নেতাকর্মী ও অতিথিদের নিয়ে অনুষ্ঠানস্থলে গেলে পুলিশ বাঁধা দেয়। কংগ্রেস চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন এই অনুষ্ঠান করার জন্য এক সপ্তাহ আগে অনুমোদন চেয়ে ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। শাহাবাগ থানাকে উক্ত চিঠির অনুলিপি দেয়া হয়।
পরে সেখান থেকে সরে আসলে নেতাকর্মীদের পিছে পিছে বাংলাদেশ কংগ্রেসের দলীয় কার্যালয়ে ঢুকে পড়ে পুলিশের একটি দল। সেখানে পুলিশের উপস্থিতিতে সভা করে দলটি। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল মোর্শেদ, ন্যাশনাল সিনেটের সদস্য মোহাম্মদ শাহজাহান ও নাজমুল হক বাদল প্রমুখ।
বাংলাদেশ কংগ্রেস প্রবর্তিত নির্বাচন সংষ্কার আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ’র মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনডিএম’র যুগ্ম মহাসচিব মমিনুল আমিন, বাংলাদেশ জাতীয় লীগ’র নির্বাহী সভাপতি ডঃ শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, গণরাজনৈতিক জোট-গর্জ’র সভাপ্রধান সৈয়দ মঈদুজ্জামান লিটু, বাংলাদেশ জাস্টির পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, এনডিপি’র মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।
এনডিএম’র সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বাংলাদেশ কংগ্রেসের শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তফা আনোয়ার রিপন, দপ্তর সম্পাদক তুষার রহমান, যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক আজিজুল হক সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমীন ব্যাপারী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফয়েজ আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply