মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় পলাতক আসামি আটক

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় পলাতক আসামি আটক

রাকিব মাহমুদ,শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি।

 সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের একটি বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষ’ণ প্রচেষ্টা মামলার আসামি অভিযুক্ত এক বৃদ্ধকে শাহজাদপুর থানা পুলিশ নারায়ণগঞ্জ  থেকে গ্রেফতার করেছে।

শাহজাদপুর থানায় দায়েরকৃত ঐ মামলা থেকে জানা যায়,  বাক প্রতিবন্ধী ঐ শিশুটিকে  গত ২৯ মে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নগর বায়ড়া গ্রামের বাক প্রতিবন্ধী ঐ শিশু কন্যাকে প্রতিবেশী বৃূদ্ধ (৫৫) একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। প্রতিবন্ধী শিশুটির মা মেয়েকে খুঁজতে বেড়িয়ে বিষয়টি দেখে ফেললে বৃদ্ধ দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ২ জুন ঐ বৃদ্ধকে  আসামি করে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ চেষ্টা  মামলা দায়ের করে।

 ঘটনার পর থেকেই আসামী অভিযুক্ত বৃূদ্ধটি পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার  এসআই জয়ন্ত চন্দ্র বর্মণ অভিযুক্ত আসামীর অবস্থান শনাক্ত করা হয় এবং গতকাল সোমবার (০৫ অক্টোবর) শাহজাদপুর থানার এসআই জয়ন্ত ও এসআই মনসুরসহ শাহজাদপুর থানা পুলিশের একটি চৌকশ  দল নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার একটি বাসাবাড়ি থেকে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে সোমবার রাতে শাহজাদপুর থানায় নিয়ে আসে।শাহজাদপুর থানার উপপরিদর্শক এসআই জয়ন্ত চন্দ্র বর্মণ জানান, অভিযুক্ত লায়োম মন্ডলকে আজ মঙ্গলবার দুপুরে শাহজাদপুর আমলী আদালতে হাজির করা হলে সে ম্যাজিষ্ট্রেটের কাছে অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD