ফরিদ আহমদ দুলাল
দিনান্তের পর চন্দ্র দেখা দেবে জোনাকেরা দেবে মৃদু আলো
ঘরের আঁধার ঘোচাতে তুমিও সন্ধ্যালোক জ্বালো,
আলো-আঁধারির খেলা মাঝে নিরিবিলি আসে চোর
মৌন দীর্ঘশ্বাসে জাগে একা কড়িডোর
সৃষ্টিতৃষ্ণায় তখনো চলে রমণের তোড়জোড়
যদিও এ অন্ধকার শেষ কথা নয় আসবে নতুন ভোর।
Leave a Reply