শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বেগম রোকেয়া দিবস পালিত

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বেগম রোকেয়া দিবস পালিত

নিউজ ডেস্কঃ

বেগম রোকেয়া দিবস উপলক্ষে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র আয়োজন করেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনে স্মরণ ও জন্মোৎসব।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় আন্তরিক ও প্রাণবন্ত আয়োজন।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী জনাব সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান আতিথী হিসাবে উপস্থিত ছিলেন অত্র সংস্থার চেয়ারম্যান রোকেয়া ইসলাম
আলোচনায় অংশ নেন সিনিয়র পরিচালক আবদুল হাকিম সিনিয়র পরিচালক কামরুল হাসান কামাল উপ পরিচালক প্রদীপ ঘোষ কাজী মাহবুব ইনশার আলী পাশা।
বেগম রোকেয়ার জীবনের নানাদিক উজ্জ্বল হয়ে ওঠে আসে তাদের বক্তব্যে
তার সাহিত্য অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন সমাজের বিরুদ্ধে তার লড়াই। নারীদের অধিকার শিক্ষার দিকে তার সংগ্রাম ছিল যুগোপযোগী এবং এখনও তিনি এবং তার কর্ম প্রাসঙ্গিক।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা লগ্ন থেকেই নারীর অধিকার এবং সম্মান সমতার বিষয়ে সোচ্চার যা এখনও চলমান।
প্রধান অতিথি রোকেয়া ইসলাম বেগম রোকেয়ার সমাজ বিনির্মানের আধুনিক মনোভাবের বিষয়টির উপর জোর দিয়ে বক্তব্য দেন। তিনি প্রস্তাব দেন আগামী বছর থেকেই প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র বেগম রোকেয়া পদকের প্রচলন করতে পারে।
সমাজের পিছিয়ে পড়া নারী যারা নানাভাবে সমাজের কুসংস্কার এবং অন্ধ নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগিয়ে যাচ্ছেন তারাই এই সম্মানজনক পদকের প্রাপ্যতার যোগ্য বলে বিবেচিত হবেন।
আজকের সভার সভাপতি এবং সংস্থার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম বেগম রোকেয়ার জীবনের নানাদিক আলোচনার সাথে সাথে প্রশিকায় অধিক সংখ্যক নারী কর্মী নিয়োগের বিষয়টি ভেবে দেখার উপর জোর দেবেন। এবং আগামী বছর থেকেই বেগম রোকেয়া পদক চালু হবে আশা প্রকাশ করেন।
সংস্থার গণ সংস্কৃতি বিভাগের আয়োজনে ছিল আবৃত্তি ও গান পরিবেশনা।
অনুষ্ঠানটি সুচারু সঞ্চালনায় ছিল কাজী শীলা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD