নিউজ ডেস্ক।।
ছবিঃ সংগৃহীত
জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। বাড়িটি থেকে ইতোমধ্যে একজনকে আটক করেছে র্যাব। ওই বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছে তারা।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জঙ্গি আস্তানা সন্দেহে ভোর থেকে বসিলায় একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব-২। বাড়িটি জঙ্গিরা গোপন আস্তানা হিসেবে ব্যবহার করছে বলে র্যাবের কাছে গোপন সংবাদ রয়েছে। এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র্যাবের অভিযান চলমান রয়েছে, অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।
Leave a Reply