নারায়ণগঞ্জ অঞ্চলে কাঁচা পাট রপ্তানি প্রক্রিয়াজাতকরণ জোন স্থাপন করতে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপির কাছে স্মারকলিপি দিয়েছে। প্রতিনিধি দল স্বাধীনতা পুরস্কার পাওয়ায় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানায়। এ সময় বিজেএর কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নুরুল হোসেন, মো. লিয়াকত হোসেন ও মো. তোফাজ্জল হোসেন, কাঁচা পাট রপ্তানিকারকদের পক্ষে গণেশ চন্দ্র সাহা ও কামাল উদ্দিন বাচ্চু এবং বিজেএর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply