আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর ৫৮০টি দুর্গামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। রোববার (২৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসন কর্তৃক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন, জেলা পূজা উদযাপন পরিষদের প্রবীর কুমার দেব, সাধারণ সম্পাদক পরিতোষ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সভাপতি সোমেশ রঞ্জন রায়, জাতীয় হিন্দু মহাজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রবীর চৌধূরী রিপন, প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।
এ সময় সবকটি উপজেলার নির্বার্হী অফিসার, থানার অফিসার ইনচার্জ, সহকারী কমিশনার (ভূমি) প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, গত বছর জেলায় ৫৫৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এবার সবচেয়ে বেশি ১৫৫টি মণ্ডপে পূজা হবে নাসিরনগর উপজেলায়। সভায় স্বাস্থ্যবিধি মেনে পূজা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
Leave a Reply