ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ
বিস্তর আলোচনা-সমালোচনার পর দেশের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা কমলাপুর রেলস্টেশন ভাঙার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে কর্তৃপক্ষ।
গতকাল (০৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। কিছুদিন আগে প্রথমে মেট্রোরেল, তারপর মাল্টিমোডাল হাব তৈরির পরিকল্পনার অংশ হিসেবে রেলস্টেশনের বর্তমান স্থাপনা ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছিল।
জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে এ সংক্রান্ত এক সভায় কমলাপুর রেলস্টেশন ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এমন সিদ্ধান্তের পর অনেকেই এর সমলোচনা শুরু করেন। তারপর মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, কমলাপুর স্টেশনের উচ্চতা ১৮ মিটার আর মেট্রোরেল স্টেশনের উচ্চতা ২২ মিটার। সুতরাং রেলস্টেশনটি আড়ালে চলে যাওয়ার কোনো কারণ নেই।
এছাড়া, সিদ্ধান্ত হয়েছিল, মাল্টিমোডাল হাব নির্মাণের জন্য স্টেশনটিকে ভেঙে আরো উত্তর দিকে সরিয়ে নেওয়া হবে। এরপর সমালোচনা শুরু হলে একাধিক বৈঠকের পর নিশ্চিত করা হয়, স্টেশনটি সরানো ছাড়াই মাল্টিমোডাল হাব নির্মাণ সম্ভব।
Leave a Reply