সম্পা বৈদ্য
ভাদ্র মাসে লাল পাহাড়ি দেশে ভেসে ভেসে বেড়ায় ভাদু গান।
“পিঠ ভরতি চুল আমার পিঠের পরে থাকে না
শাশুড়ি ত তেল দেয় না চুলের যতন জানে না”
ভাদু গানে হৃদয় আমার ভাঙে গড়ে।
ভাদু গানে ফুটে ওঠে আমার জীবন কাহিনী।
ভাদু হলেন রাজকন্যা,
ভাদুই আমার লক্ষীদেবী।
রাজকন্যা ভদ্রাবতী লক্ষীরেই আরেক নাম।
ভাদ্রমাসে ধান এলে ভাদু পূজা হয়।
ভাদুর মা আজও কাঁদে মৃত মেয়ে শোকে!
পুরুলিয়ার কাশীপুরে ভাদ্র মাসে আজও ভাদুর কান্না ভাসে!
ঘরে ঘরে মায়ে ঝিয়ে ভাদু গান বাঁধে।
হারমোনিয়াম, খোল, কর্তাল, সানাই বাজিয়ে ভাদু ব্রত করে।
ভাদুর দুঃখে মেয়ের বাপরা আজও তাই ভাদুদের রাখেন নিজের ঘরে।
Leave a Reply