কলকাতা প্রতিনিধি ,রাজশ্রী বন্দ্যোপাধ্যায়।।
৮ অগাস্ট গত বুধবার AstraZeneca ঘোষণা করে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিনের ট্রায়াল তারা বন্ধ করছে৷ কারণ এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েছেন ট্রায়ালের পরে৷ এরপরেও ভারতে সিরাম ইনস্টিটিউট ভ্যাকসিনের ট্রায়াল চালিয়ে যাওয়ায় SII-কে শোকজ করে DCGI৷ কিন্তু ব্রিটেনে অক্সফোর্ড ভ্যাকসিনের মানব দেহে ট্রায়ালের ফের ছাড়পত্র পেয়ে গিয়েছে অ্যাস্ট্রাজেনেকা৷ তবে ভারতের ক্ষেত্রে সিরাম ইনস্টিটিউট জানিয়ে দেয়, ড্রাগ কন্ট্রোলার জেনারেল (DCGI)-র সবুজ সঙ্কেত না পেলে অক্সফোর্ড ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল ফের শুরু করবে না তারা৷ অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের যৌথ উদ্যোগে তৈরি করোনার সম্ভাব্য ভ্যাকসিনের ট্রায়াল শুরুর জন্য DCGI-র অনুমতি চেয়েছিল সিরাম৷ সেই অনুমতিতে ছাড়পত্র দিল ড্রাগস কন্ট্রোলার৷ DCGI সিরাম ইনস্টিটিউটকে একটি চিঠিতে জানিয়েছে, নয়া ড্রাগস ও ক্লিনিক্যাল ট্রায়াল আইন মেনে সব রকম নিরাপত্তার সঙ্গে সম্ভাব্য ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে পারে সিরাম৷ আজ অর্থাত্ বুধবার ওই সম্ভাব্য ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করে সিরাম ইনস্টিটিউট৷ সংস্থাকে সম্ভাব্য ভ্যাকসিনের ফের ট্রায়াল শুরুর ছাড়পত্র দিয়ে দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)৷
Leave a Reply