কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
সোমবার ভোর ৩টে ৪০ মিনিট নাগাদ মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডি শহরে আচমকাই তাসের ঘরের মত হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এক বহুতল। বিল্ডিংয়ে বসবাসরত বহু লোক ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। উদ্ধারকাজে স্থানীয় প্রশাসনের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরাও হাত মিলিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান,বিকট আওয়াজে তাঁদের ঘুম ভেঙে যাওয়ার ফলে তাঁরা দেখতে পান বহুতলটি ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের ভিতর থেকে আর্তনাদের শব্দ ভেসে আসছে। কিছু বুঝে ওঠার আগেই স্থানীয় মানুষেরাই উদ্ধার কাজে হাত লাগান। প্রশাসনের বক্তব্য, এখনো পর্যন্ত বাড়ির ধ্বংসস্তূপের ভিতর থেকে অন্তত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে আছেন বলেই মনে করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
ভোরের আলো ফোটার আগেই তাঁরা ২০ জনকে উদ্ধার করেছেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পরে বিপর্যয় মোকাবিলা দল সেখানে পৌঁছায়। তারা একটি শিশুকে উদ্ধার করতে পেরেছে। তাকে হাসপাতালেও পাঠানো হয়েছে। ভিওয়ান্ডির যে স্থানে এই বহুতলটি ভেঙে পড়েছে তা প্যাটেল কম্পাউন্ডের আবাসন এলাকা।
Leave a Reply