সাবরীন জেরীন,মাদারীপুর।।
মাদারীপুরে জেলা পুলিশ ও সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর দুপুর ১২ টায় আইনশৃঙ্খলা এবং সার্বিক উন্নয়ন কর্মকান্ড বিষয়ক (মিট দ্যা প্রেস) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হান্নান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শিবচর) আবির হাসান,সদর থানার ওসি কামরুল হাসান, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ শাহজাহান খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সাংবাদিক সুবল বিশ^াস, মাহবুবর রহমান বাদল সহ জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ । জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে আয়োজিত সভায় মাদারীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি,জঙ্গিবাদ,মাদক,ইভটিজিং,ট্রাফিক সহ সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে জেলা পুলিশ বিভাগের বিস্তারিত আলোচনা করা হয়। এবং এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply