বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন

মিয়ানমার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

মিয়ানমার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

ফাইল ফটো
নিউজ ডেস্কঃ

মিয়ানমারে বিরাজমান পরিস্থিতি বাংলাদেশ পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সোমবার মিয়ানমারের ক্ষমতাসীন নেত্রী অং সান সুচি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ শাসক দলের শীর্ষ কয়েকজন নেতাকে সে দেশের সেনাবাহিনী আটক করার ঘটনায় গণমাধ্যমকে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারের বিরাজমান পরিস্থিতির বিষয়ে সাংবাদিকদের পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে সোমবার ভোরে উইন মিন্ট ও অং সান সু চিসহ দলের শীর্ষ নেতাদের আটক করে সেনাবাহিনী। বন্ধ করে দেয়া হয়েছে টেলিফোন ও ইন্টারনেট সেবা।

গুরুত্বপূর্ণ শহরগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে। দেশটিতে সেনাবাহিনীর সাথে সরকারের চলমান দ্বন্দ্ব ও সেনা অভুত্থানের শংকার মধ্যেই এসব ঘটনা ঘটলো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD