মোস্তাফিজুর রহমান লালমনিরহাটজেলা প্রতিনিধিঃবীরঃ
মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার সন্তান দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড হাতীবান্ধা উপজেলা শাখা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে বুড়িমারী-ঢাকা মহাসড়কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাতীবান্ধা উপজেলা শাখার ডেপুটি কমান্ডার আব্দুর জব্বারের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড হাতীবান্ধা উপজেলা ইউনিটের আহবায়ক রোকনুজ্জামান সোহেলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, সিরাজুল ইসলাম বসুনিয়া, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান সুলতান আহম্মেদ রাজন, নির্যাতিত মুক্তিযোদ্ধার সন্তান নুর এ এলাহী প্রমুখ।এ সময় বক্তারা নির্যাতিত মুক্তিযোদ্ধা ও তার সন্তানদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
Leave a Reply