সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

যাত্রী সুবিধার্থে মেট্ররেলের বাড়তি সুবিধা

যাত্রী সুবিধার্থে মেট্ররেলের বাড়তি সুবিধা

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

কোভিড বিধি মেনেই আনলক ৫ থেকে শুরু হয়ে গেছে মেট্রোরেল পরিষেবা। প্রত্যেকটি মেট্রো রেল স্টেশনগুলিতে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে অনবরত স্যানিটাইজ করা, নির্দিষ্ট দূরত্বে যাত্রীদের বসা ও দাঁড়ানোর জন্য রেখা চিহ্নিত করে দেওয়া, যেখানে সেখানে থুতু বা পানের পিক না ফেলা, মাস্ক ব্যবহার করে তবেই মেট্রোতে যাতায়াত করা ইত্যাদি সব সতর্কতা অবলম্বনের সাথেই চলছে মেট্রোরেল।

সচেতনতা বৃদ্ধি করতে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে বিভিন্ন জায়গায় স্টেশনগুলোতে করা হয়েছে সচেতনতামূলক প্রচার। আনা হয়েছে নতুন নিয়মাবলী।

শুধু তাই নয় আগামী বুধবার থেকে যাত্রী সুবিধার্থে আগের চেয়ে ২৫ শতাংশ বেশি সুযোগ সুবিধা পেতে চলেছেন যাত্রীরা। আনলক ৬ নিউ নর্মালের এটি শহরবাসীর কাছে বিশেষ পাওনা মেট্রোরেলের তরফে। যাত্রী ভোগান্তির কথা মাথায় রেখে মেট্রো রেলের তরফে সোম থেকে শনি বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। ১৫২টি মেট্রোরেলের পরিবর্তে আনা হচ্ছে ১৯০টি (৯৫টি আপ + ৯৫টি ডাউন)। উত্তর থেকে দক্ষিণ সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেট্রো।

প্রত্যহ সকাল থেকে সন্ধ্যে অফিস যাত্রীদের কথা মাথায় রেখে একটি মেট্রো গমনের ৭ মিনিট অন্তর ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়ার কথা আজ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। দিনের শুরুতে দমদম এবং কবি সুভাষের প্রথম পরিষেবা শুরু হবে ৮টায়। নোয়াপাড়া থেকে প্রথম পরিষেবা ৮টা ৯ মিনিট থেকে শুরু হবে। কবি সুভাষ ও দমদম থেকে শেষ মেট্রো থাকবে রাত ৯টায়
এবং নোয়াপাড়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে।

পাশাপাশি, প্রবীণ নাগরিকদের জন্য কোনও ই-পাসের প্রয়োজন হবে না। রবিবার পরিষেবা অপরিবর্তিত থাকবে। পূর্ব-পশ্চিম মেট্রো পরিষেবাগুলিতে কোনও পরিবর্তন হবে না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD