কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
প্রজাতন্ত্র দিবসের দিন যেখানে দেশের বিভিন্ন প্রান্তে সদর্পে উত্তোলিত হচ্ছে জাতীয় পতাকা, সেখানে রাজধানী দিল্লিতে লালকেল্লায় কৃষকরা লাগিয়ে দিলেন ‘অন্য পাতকা’। যে পতাকায় নেই তেরঙা রঙ। এদিকে, এদিনের রণক্ষেত্র পরিস্থিতিতে দিল্লির বুকে ১ জনের মৃত্যুর খবর এসেছে।
এদিকে ট্র্যাক্টর উল্টে দিল্লির বুকে একজনের মৃত্যুর খবর এসেছে। অন্যদিকে কৃষকদের দাবি ওই ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছে। প্রসঙ্গত, এদিন সকাল থেকেই দিল্লি সীমান্তে একের পর এক ব্যারিকেড ভেঙে দিল্লির বুকে ঢুকে পড়তে শুরু করে কৃষকরা। আর সেই ঘটনা নিয়েই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
প্রসঙ্গত, এদিন সকাল থেকেই কৃষকদের গতিবিধি নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর দিক উঠে আসে। দেখা গিয়েছে , নির্ধারিত সময়ের আগেই কৃষকরা এই ব়্যালি শুরু করেন। য়ে নির্ধারিত রুট তাঁরা পুলিশকে দিয়েছিলেন, তা বদলে ফেলেন তাঁরা। মুহূর্তে অসহায়তা গ্রাস করে পুলিশকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দিল্লি পুলিশকে। শুরু হয় লাঠি চার্জ , কাঁদানে গ্যাসের শেল ফাটানোর ঘটনা।
Leave a Reply