মোঃ মহসিন মিয়া শরীয়তপুর থেকে
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা কোদালপুর ইউনিয়নের উত্তর কোদালুর এলাকায় নদীতে স্রোত বেশি থাকায় নদীর পাড়া ভেঙ্গে বসত ভিটা নদীর গর্ভে চলে যায় বন্যার পানি বেড়ে যাওয়া পানিতে বন্দি হাজারো মানুষ নতুন করে আবাব বন্যার পানি বাড়াতে হাজারো মানুষের ঘর বাড়ি তলিয়ে গেছে পানি বেড়ে যাওয়ায় রাস্তাঘাট সহ বসত বাড়ি তলিয়ে যায় ও মানুষ চলাচলের ভোগান্তি হয়। পানির কারনে মানুষ ঠিক মতো রান্না করে খাবার খেতে পারছেনা না খেয়ে দিন কাটাছে পানি বন্দি মানুষ গুলো মাঝে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব । নষ্ট হয়ে গেছে হাজার হাজার জমির নানা রকমের ফসল আউশ ধান সহ বিভিন্ন ধরনের ফসলাদি।
Leave a Reply