সংবাদ দাতাঃরাকিব মাহমুদ, শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি।
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্ছ্বাস ০৩ ব্যাচের শিক্ষার্থী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাচ ডে পালন করে।
শনিবার (০৬ ফেব্রুয়ারী )বিকালে শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের আয়োজনে কেক কেটে ‘উচ্ছ্বাস ০৩’ এর ব্যাচ ডে পালন করা হয়েছে।ব্যাচ ডে উপলক্ষে শিক্ষার্থীরা বলেন,ভার্সিটি জীবনের শুরু থেকেই প্রতিটা শিক্ষার্থীর জন্য বন্ধুত্ব ব্যাপারটা গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে থাকে। আর এই বন্ধুত্ব যদি সকলকে একই কাতারে নিয়ে আসে তাহলে সেটা পরিবারে পরিণত হয়। উচ্ছ্বাস ০৩ তেমনই একটি পরিবার।এসময় তারা আরও বলেন, আমাদের এই বন্ধুত্বের বন্ধন যেন সারা জীবন টিকে থাকে আর আমাদের বন্ধুত্বের বন্ধন দেখে যেন আমাদের অনুজরাও বন্ধুত্বের বন্ধন ধরে রাখতে পারে সেই প্রত্যাশা করি।
কেক কাটা শেষে উচ্ছ্বাস ০৩ এর সদস্যরা ফটোগ্রাফি এবং গান,নাচ ও আড্ডার মধ্য দিয়ে তাদের ১ম বর্ষপূর্তি পালন অনুষ্ঠান শেষ করেন।
Leave a Reply