আকিবুজ্জামিন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
আজ ২৫ শে আক্টবর।রোজ রবিবার, দেবহাটা উপজেলার চেয়ারম্যান হাবিবুর রহমান সবূজ শারদীয় শুভেচ্ছা জানাতে বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন এ জান।সকলের মাঝে শারদীয় শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগি করতে তিনি এ উদ্যগ নিয়েছেন বলে জানান তিনি।সকলের কাছে প্রিয় একজন মানুষ এবং মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি।কুমুর পাড়া দূর্গা মন্দির পরিদর্শন এ সকল কে শারদীয় শুভেচ্ছা জানান তিনি।এসম উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগের নলতা ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক সমাজ সেবক শেখ মহিবুল্লাহ, যুব নেতা আহছানউল্লা। ছাত্র লীগ নেতা আলাউদ্দিন সরদার।গোয়েন্দা নিউজ এর সহকারী সম্পাদক মোঃ বিল্লাল হোসেন।আওয়ামী নেতা আসাদুল ইসলাম। মোঃহাবুল।সহ স্থানীয় অনেক নেতৃবিন্দ।উৎসবে সবাইকে সতর্কতা অবলম্বন করে রাস্তায় চলাচলা ও বেপোরয়া গাড়ি না চালানোর জন্য তিনি অনুরোধ জানান।আমাদের একটু সচেতনতা পারে সবাই কে একটা সুশীল সমাজ উপহার দিতে।
Leave a Reply