বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

সরিষাবাড়িতে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদন্ড

সরিষাবাড়িতে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদন্ড

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। ৬ ডিসেম্বর রবিবার দুপুরে মৃত্যুদন্ডের আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো.জুলফিকার আলী খাঁন । এসময় দন্ডাদেশে আসামীকে আরও ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন।একই মামলায় ৪৪৮ ধারায় অপরাধ প্রমাণিত হওয়া আরও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করে আদালত। সুত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ আগস্ট সরিষাবাড়ী উপজেলার রুদ্র বয়ড়া গ্রামে শামছুল হকের ছেলে সেজনু মনির তার ছোট ভাই সুমনকে ব্যবসার দায়িত্ব না দিয়ে মামা শশুরকে দায়িত্ব দেয় । এতে ছোট ভাই সুমন ক্ষুদ্ধ হয়ে সকালে ঘুমন্ত অবস্থায় বড় ভাই সেজনুকে কুপিয়ে মারাত্নক ভাবে আহত করে । পরে তার চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেজনুর মৃত্যু হয় । এই ঘটনায় নিহতের স্ত্রী শাহান শারমিন বাদী হয়ে সরিষাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন । পুলিশ আসামী সেজনুকে গ্রেফতার করলে সে বড় ভাইকে কুপিয়ে আহত করার কথা স্বীকার করে স্বীরোক্তিমুলক জবানবন্দী দেয়। মামলার ২২ জন স্বাক্ষীর মধ্যে ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে একমাত্র আসামী সুমনের বিরুদ্ধে হত্যা অভিযোগ প্রমাণিত হওয়ায় দন্ডবিধি ৩০২ ধারার অপরাধে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। রাষ্ট্রপক্ষের মামলাটি পরিচালনা করেন (পিপি) পাবলিক প্রসিকিউটর এ্যাড.নির্মল কান্তি ভদ্র।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD