আকিবুজ্জামিন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
ভাড়াশিমলা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান পিতাঃমুহাম্মদ আলী গাজী। হামলার শিকার হয়ে গুরুতর আহত।২৪ তারিক বিকাল আনুমানিক পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।আহত আবু রায়হান বলেন আমার ছোট ভাইয়ের একটি গবাদিপশুর খাদ্যের দোকান আছে সেখান থেকে অভিযুক্ত আমিনুর রহমান খাদ্য ক্রয় করে,কিন্তু অর্থ প্রদান করে না।অর্থ আদায়ের জন্য তাকে বললে বার বার পরে দিব পরে দিব বলে।এমন অবস্থায় শনিবার বিকালে অর্থ চাইতে তাহার বাড়িতে জান আবু রায়হান তার বাবা ও ছোট ভাই তাদের দেখে অভিযুক্ত আমিনুর রহমান লাঠি এনে হটাৎ মারধর শুরু করে।অভিযুক্ত আমিনুর রহমান, পিতা মৃত খান মতিউর রহমানের বিরুদ্ধে।বি এন পি জামায়াত এর অপকর্মের একাধিক মামলা আছে বলে জানান এলাকাবাসী।এ বিষয়ে আমিনুর রহমান এর নিকট মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কথা বলেন না।এদিকে আহত আবু রায়হান এর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তিনি এখন নারায়ণ পূর সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।এ বিষয়ে আবু রায়হান এর পরিবার কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তার পরিবারের দাবি বিষয় টি তদন্ত করে জামায়াত নেতা আমিনুরের যেনো কঠোর শাস্তি দেওয়া হয়।
Leave a Reply