।
সুদানিজ সময় আজ দুপুর ১২.৩০ ঘটিকায় উনামিড শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের ক্যাম্প “বঙ্গবন্ধু ক্যাম্পে” আটকে পড়া বাংলাদেশী ও শতাধিক সুদানিজ দুঃস্থদের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়। মুজিব বর্ষ উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন উনামিড এর পুলিশ কমিশনার ডঃ সুলতান আজম তিমুরি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন উপলক্ষ্যে ১০০টি কম্বল অসহায়দের মাঝে বিতরণ করা হয়। আটকে পড়া বাংলাদেশীদের মধ্যে কম্বল গ্রহণ করেন আমিরুল ইসলাম। পরে বাকি কম্বলগুলো সুদান গস পুলিশের মাধ্যমে হস্তান্তর করা হয় নিকটবর্তী আইডিপি ক্যাম্প আবু সকে দুঃস্থদের মাঝে বিতরণের জন্য। প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় উনামিড মিশনের পুলিশ প্রধান কম্বল প্রদানের জন্য বাংলাদেশ পুলিকে ধন্যবাদ প্রদান করেন। তিনি বলেন এল ফাশের শীতের সময়ে এই সামগ্রী গুলো অসহায় মানুষদের খুব প্রয়োজন ছিল, যা আজকের প্রদানের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশ পুলিশ আবারো অংশীদার হল। ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম মহান মুক্তিযুদ্ধে ও বাংলাদেশ সৃষ্টিতে জাতির পিতার অবদানের কথাকে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং উনার জন্ম শত বার্ষিকীতে শীতের এই উপকরণ দিতে পেরে বাংলাদেশের সাথে সুদানের বন্ধুত্বপূর্ন সম্পর্ক জোড়ালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন বরাবরে মতই বাংলাদেশ পুলিশের ইউনিট শান্তিরক্ষা মিশনে এসে শান্তিরক্ষা প্রতিষ্ঠার কাজের পাশা-পাশি সুদানে আর্থ সামাজিক উন্নয়নে যে ভূমিকা রাখছে তাতে তার ইউনিট সম্পৃক্ত হতে পেতে গর্বিত। আইডিপি ক্যাম্পের প্রবীণ শেখ আহামাদ বিন মোহাম্মদ কাজেম আজকের উপকরণ প্রদান অনুষ্ঠানকে ঐতিহাসিক দিন বলে আখ্যা দেন। ডেপুটি কমান্ডার নাজলি সেলিনা ফেরদৌসি বলেন ইতিমধ্যে ব্যানএফপিইউ কমান্ডারের নের্তৃত্বে দারফুরে বৃক্ষ রোপণ, স্কুলগুলোতে শিক্ষা সামগ্রী বিতরণ, অবহেলিত বাস্তুচুত্য মহিলাদের বিভিন্ন আয়মূলক কর্মশালা প্রদান, সুদান গস পুলিশকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম, কমিশানারের স্টাফ অফিসার কর্নেল মিশেল রুহি, ব্যানএফপিইউ এর সকল কমান্ড স্টাফগণ এবং আবু সক আইডিপি ক্যাম্পের শতাধিক বাস্তুচুত্য জনগণ।
Leave a Reply