প্রেস বিজ্ঞপ্তি
সুদানের দারফুর প্রদেশের এল ফাশের জাতিসংঘ মিশনে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট কর্তৃক আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রর্ত্যাবর্তন উপলক্ষ্যে মিনি ম্যারাথনের আয়োজন করা হয়। এর আগে সকল অফিসার ও ফোর্স নিয়ে ব্যানএফপিইউ এর বঙ্গবন্ধু ক্যাম্পে জাতির পিতার প্রতিকৃতিতে কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম পুষ্পস্তবক অর্পন করেন। সকাল ৬.৪৫ এ ৩০টি দেশের প্রায় দু শতাধিক জাতিসংঘের কর্মরত সদস্যদের নিয়ে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের ২য় মিনি ম্যারাথন আয়োজন। এর আগে ২০২০ সালে ৭ই মার্চ জাতির পিতার ঐতিহাসিক স্বাধীনতার ভাষন উপলক্ষ্যে মিনি ম্যারগাথন আয়োজন করা হয়েছিল। আজকের ঐতিহাসিক এই দিনটিকে স্বরনীয় করে রাখতে বঙ্গবন্ধু ক্যাম্প অপরূপ ভাবে সজ্জিত করা হয়েছে। মুজিব বর্ষের টি-শার্ট পড়ে এই মিনি ম্যারাথনে সদস্যরা অংশগ্রহণ করে থাকে। এই ম্যারাথন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উনামিডের পুলিশ চিফ অফ স্টাফ জেনারেল আহমাদো মান্না, বিশেষ অতিথি ছিলেন ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম। ব্যানএফপিইউ কমান্ডার মহান মুক্তিযুদ্ধে ও বাংলাদেশ সৃষ্টিতে জাতির পিতার অবদানের কথাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। উনামিড চিফ অফ স্টাফ জেনারেল আহমাদো মান্নাহ আজকের অনুষ্ঠানকে ঐতিহাসিক দিন বলে আখ্যা দেন। বাংলাদেশ পুলিশের একটি ইউনিট শান্তিরক্ষা মিশনে এসে শান্তিরক্ষা প্রতিষ্ঠার কাজের পাশা-পাশি জাতির পিতাকে নিয়ে আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতার দিনটি মাইলফলক হিসাবে উনামিডের ইতিহাসে থাকবে বলে উল্লেখ করেন। ব্যানএফপিইউ কমান্ডার বলেন আমরা মিশন এরিয়াতে ইতিমধ্যে দারফুরের নিয়ালা ও এল ফাশেরে জাতির পিতাকে পরিচিতি করার উদ্দেশ্যে নানা কর্মসূচী আয়োজন করি। তিনি আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ, উনাকে পরিচয় করা মানেই বাংলাদেশকে পরিচয় করে দেয়া। বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট সুদানের যুদ্ধ বিধস্ত প্রদেশ দারফুরে আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। ইতিমধ্যে এই ইউনিটের কমান্ডারের প্রচেষ্টায় বৃক্ষ রোপণ, স্কুলগুলোতে শিক্ষা সামগ্রী বিতরণ, অবহেলিত বাস্তুচুত্য মহিলাদের বিভিন্ন আয়মূলক কর্মশালা প্রদান, সুদান গস পুলিশকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
Leave a Reply