রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি
প্যাংগং লেকের উত্তরে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা বিন্যাসে কিছু পরিবর্তন ঘটিয়েছে ভারত। বাড়তি সেনা মোতায়েন করেছে প্যাংগং লেকে দক্ষিণ প্রান্তের একাধিক স্থানে।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, চিনের সেনা গত শনিবার বিনা প্ররোচনায় প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তের স্থিতাবস্থা বদলে দেওয়ার চেষ্টা করেছিল। এর পরে গত কাল রাতেও তারা প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতের দিকের চুমার এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করে। সতর্ক ভারতীয় সেনা তা প্রতিহত করেছে। চিনা সেনার লাগাতার এই জাতীয় চেষ্টার পরিপ্রেক্ষিতেই প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ প্রান্তে সেনা বিন্যাসে বদল ঘটানো হয়েছে।
এর জেরে আজ দুপরে জল্পনা ছড়ায় প্যাংগং লেকের উত্তর ঘেঁষে থাকা ফিঙ্গার ফোর-এর দখল নিয়েছে ভারতীয় সেনা। প্রশ্ন ওঠে, কোন এলাকা দখলের কথা বলতে চাইছে নয়াদিল্লি? হারানো এলাকাই কি ফের দখল করেছে ভারতীয় সেনা? নাকি নতুন এলাকা দখলের কথা বলা হচ্ছে?
তবে পরে সেনা সূত্রে জানানো হয়, ফিঙ্গার ফোর-এর দখল নেওয়া নিয়ে যে জল্পনা ছড়িয়েছে, তা ঠিক নয়। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্যাংগং লেকের উত্তর প্রান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা বিন্যাসে কিছু পরিবর্তন আনা হয়েছে। এটা করা হয়েছে চিনা সেনার গত শনিবারের তৎপরতার পর দিনই, অর্থাৎ রবিবার। তবে কী সেই পরিবর্তন, দেশের সুরক্ষার স্বার্থেই তা নিয়ে মুখ খোলেনি সেনা। ভারত নিজেদেরই এলাকায় নিয়ন্ত্রণ ফেরাতে সক্ষম হয়েছে কি না, তা নিয়েও কিছু বলতে চায়নি প্রতিরক্ষা মন্ত্রক।
Leave a Reply