শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের ৮৬ তম ইছালে ছাওয়াব মাহফিল আজ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কসবায় কৃষক সভা অনুষ্ঠিত রাজধানীতে ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন-২০২৫ সম্পন্ন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মান্নান ভূইয়ার জানাযা ও দাফন সম্পন্ন কসবা ইমাম প্রি-ক্যাডেট স্কুলের নতুন ভর্তির মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত আল্লামা মরহুম গোলাম সারোয়ার সাঈদী (র) এর দোয়া মাহফিল সম্পন্ন কসবায় সবুজ সংঘের শিক্ষাবৃত্তি ও মানবিক সহায়তা প্রদান বাংলাদেশের জনগণ কারও দাদাগিরি একদম পছন্দ করে না: গোলাম পরওয়ার ভারতের গণমাধ্যমগুলো যে ভূমিকা নিয়েছে তা দুদেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় -পররাষ্ট্র উপদেষ্টা কসবা প্রেসক্লাব কার্যালয়ের জানালার গ্রীল ভেঙে দিয়েছে দুবৃত্তরা, প্রকৃত রহস্য উদঘাটনের দাবি সাংবাদিকদের
সৈয়দপুরে ভোট কেন্দ্র দখল ও পুলিশ কর্তৃক নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগে ভোট বর্জন করলো জাপা প্রার্থী

সৈয়দপুরে ভোট কেন্দ্র দখল ও পুলিশ কর্তৃক নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগে ভোট বর্জন করলো জাপা প্রার্থী

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর
ভোট প্রদানে বাধা প্রদান,কেন্দ্র দখল, এজেন্টদের বের করা দেয়া সহ নানা অভিযোগে ভোট বর্জন করেছে সৈয়দপুর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সিদ্দিকুল আলম।

রবিবার (২৮ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সৈয়দপুরে জাতীয় পার্টির প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষনা দেয়।

সিদ্দিকুল আলম বলেন, আমার নিজের বৃদ্ধা মা ভোট দিতে পারেন নাই। গোপন বুথের কাছে যাওয়া মাত্র তার মাকে নৌকায় ভোট দিতে বাধ্য করলে আমার মা কেন্দ্র ছেড়তে বাধ্য হয়। এছাড়ায় বেশ কয়েকটি কেন্দ্র থেকে আমার নির্বাচনী এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আমার সহধর্মিণীকে প্রাননাশের হুমকি দেওয়া হয়েছে।বেশ কয়েকজন নির্বাচনী এজেন্টকে নির্বাচনী পরবর্তী সময়ে দেখে নেওয়ারও হুমকি দেয়।

তিনি বলেন, প্রায় প্রতিটি কেন্দ্র থেকে লাঙ্গলের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এমনকি মহিলাদের গায়েও হাত দেওয়া হয়েছে। আমার কোন কর্মী সমর্থকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না।সাধারন ভোটাররা ভোট দিতে কেন্দ্রে গেলে তাদের নৌকায় ভোট দিতে বাধ্য করা হচ্ছে।

সিদ্দিকুল আলমের সহধর্মিণী ইয়াসমিন আলম বলেন, আজ সৈয়দপুরবাসী একটি প্রহসনের নির্বাচন দেখলো। সাধারন মানুষদের নৌকায় ভোট দিতে বাধ্য করছে সরকারের গুন্ডা বাহীনি।মনিরুজ্জামান নামে এক পুলিশ কর্মকতা আমার এবং আমার শাশুড়িকে হেনেস্তা করেছে।

উল্লেখ্য, সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৪১টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এ পৌরসভায় মোট ভোটার ৯৩৮৯৩ জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪৬৭৬৩জন ও নারী ভোটারের সংখ্যা ৪৭১৩০জন। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ ৫জন প্রার্থী মেয়র পদে প্রতিদন্দিতা করছে। আইন-শৃঙ্খলা রক্ষায় ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,র্যাব, বিজিবি ও পুলিশের মোবাইল টীম টহলে রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD