স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
বসন্ত পঞ্চমী মানেই বাঙালির কিছু আবেগ জড়িয়ে থাকা! যে দিনটিকে ‘বাঙালির ভ্যালেন্টাইন্স ডে’ হিসাবে ধরে নেওয়া হয়েছে, সেই দিনে দেবী সরস্বতীর আরাধনা ঘিরেও মিশে থাকে পবিত্রতার এক স্নিগ্ধতা, থাকে বাঙালিয়ানার পরশ। সবমিলিয়ে এই দিনের জন্য বছরের প্রথমের দিকে অপেক্ষা শুরু হয় বাঙালির। দেখে নেওয়া যাক ২০২১ সালে সরস্বতী পুজো।
২০২১ সালের বসন্ত পঞ্চমী তিথি পড়ছে ১৬ ফেব্রুয়ারি ভোর রাত ৩:৩৬ মিনিট হতে তা চলবে ১৭ ফেব্রুয়ারি ভোর ৫:৪৬ মিনিট পর্যন্ত।
বসন্ত পঞ্চমী মানেই বাঙালির কিছু আবেগ জড়িয়ে থাকা! যে দিনটিকে ‘বাঙালির ভ্যালেন্টাইন্স ডে’ হিসাবে ধরে নেওয়া হয়েছে, সেই দিনে দেবী সরস্বতীর আরাধনা ঘিরেও মিশে থাকে পবিত্রতার এক স্নিগ্ধতা, থাকে বাঙালিয়ানার পরশ। সবমিলিয়ে এই দিনের জন্য বছরের প্রথমের দিকে অপেক্ষা শুরু হয় বাঙালির। দেখে নেওয়া যাক ২০২১ সালে সরস্বতী পুজো।
২০২১ সালের বসন্ত পঞ্চমী তিথি পড়ছে ১৬ ফেব্রুয়ারি ভোর রাত ৩:৩৬ মিনিট হতে তা চলবে ১৭ ফেব্রুয়ারি ভোর ৫:৪৬ মিনিট পর্যন্ত।
বসন্ত পঞ্চমী মানেই বাঙালির কিছু আবেগ জড়িয়ে থাকা! যে দিনটিকে ‘বাঙালির ভ্যালেন্টাইন্স ডে’ হিসাবে ধরে নেওয়া হয়েছে, সেই দিনে দেবী সরস্বতীর আরাধনা ঘিরেও মিশে থাকে পবিত্রতার এক স্নিগ্ধতা, থাকে বাঙালিয়ানার পরশ। সবমিলিয়ে এই দিনের জন্য বছরের প্রথমের দিকে অপেক্ষা শুরু হয় বাঙালির।
২০২১ সালের বসন্ত পঞ্চমী তিথি পড়ছে ১৬ ফেব্রুয়ারি ভোর রাত ৩:৩৬ মিনিট হতে তা চলবে ১৭ ফেব্রুয়ারি ভোর ৫:৪৬ মিনিট পর্যন্ত।
স্বরসতী পুজা হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রচালিত পুজা।স্বরস্বতী দেবীকে শিক্ষা, সংগীত ও শিল্পকলার দেবী ও আশীর্বাদাত্রী মনেকরা হয়।বাংলা
মাঘ মাসের ৫মী তিথিতে এই পুজা অনুষ্ঠিত হয়।শিক্ষা
সংগীত ও শিল্পকলায় সফলতার আশায় শিক্ষার্থীরা দেবীর পুজা করে থাকে।
বাকদেবী,বিরাজ,সারদা,ব্রাক্ষী,শতরুপামহাশ্বেতা,পৃথধর, বকেশ্বরী সহ আরো অনেক নামেই দেবী স্বরসতী ভক্তের হৃদয়ে বিরাজ করে। পুরাণ অনুযায়ী দেবী স্বরসতী ব্রহ্মের মুখ থেকে উত্থান। দেবীর সকল সৌন্দর্য্য ও দীপ্তির উৎস্য মুলত ব্রহ্মা। পঞ্চ মস্তকধারী দেবী ব্রহ্মা এক স্বকীয় নিদর্শন।
পুজার জন্য দেবী স্বরসতীর মুর্তি শ্বেত বস্ত্র পরিধান করে থাকে যা প্রবিত্রতার নিদর্শন।দেবীর আসন কে পুষ্প শোভামন্ডিত করে রাখা হয়।পরিবারের সকল সদস্য খুব ভোরে স্নান শেষে পরিস্কার বস্র পরিধান করে দেবীর সামনে অবস্থান করে থাকে। পুরোহিত পূজা শুরু করবার আগ পর্যন্ত দেবীর মুখমন্ডল ঢাকা থাকে। পূজার অর্ঘ্যর পাশাপাশি দেবীর পূজার আরেকটি প্রধান অংশ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক। সরস্বতী পূজার একটি বিশেষ অর্য্য হল পলাশ ফুল। দেবীর অঞ্জলীর জন্য এটি একটি অত্যবশ্যকীয় উপাদান।
Leave a Reply