লোকমান হোসেন পলা।।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হেলথ কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানকে আরও একধাপ এগিয়ে নেওয়া যাবে। স্বাস্থ্যসেবার দিক থেকে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে আছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ এবিএম খুরশীর আলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান, অতিরিক্ত সচিব তুলসী রনজন সাহা, ডাঃ বরেন্দ্র নাথ মন্ডল, পরামশর্ক, সিবিএইচসি। ইন্ডিভিজুয়াল হেলথ আইডি কার্ড বিতরণ এবং হেলথ আউটকাম পরিমাপ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, যথাযথ পদক্ষেপ নেওয়ায় অন্য দেশের তুলনায় বাংলাদেশে মৃত্যুহার ও সংক্রমণের হার নিয়ন্ত্রণে। তবে বর্তমানে জনগণ বেখেয়ালি হয়ে উঠেছে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
করোনার সময়েও কমিউনিটি ক্লিনিকগুলো সেবাপ্রদান করায় ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী।
ইন্ডিভিজুয়াল হেলথ আইডি কার্ড সম্পর্কিত উপস্থাপনা করেন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ ফারজানা তাহের মুনমুন ও ডাঃ গীতা রানী দেবী, ডিপিএম।
Leave a Reply