মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

খানসামায় ৪৮ বোতল ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্য র‍্যাবের হাতে আটক

খানসামায় ৪৮ বোতল ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্য র‍্যাবের হাতে আটক

মোঃ জসিম উদ্দিন.খানসামা প্রতিনিধি।।

দিনাজপুর এর খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আশরাফ মেম্বারকে আটক করেছে র‍্যাব-১৩ এর নীলফামারী টিম। তাকে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের চক দুবুলিয়া গ্রামের হরিমন্দির এলাকা থেকে সোমবার দুপুরে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছে মাদক পরিবহনের কাজে তার ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন এবং মাদক বিক্রিত নগদ ১৮১০০ টাকা জব্দ করা হয়।

আটক মাদক ব্যবসায়ী আশরাফুল আলম ওরফে আশরাফ মেম্বার খানসামা উপজেলার ভান্ডারদহ গ্রামের মকবুল মেম্বার পাড়ার বাসিন্দা।

এ ব্যাপারে র‌্যাব-১৩ সিপিসি-২, নীলফামারীর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক হালিউজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মাদক ব্যবসার সাথে জড়িত আশরাফুল ইসলাম ওরফে আশরাফ মেম্বারের নামে নীলফামারী সদর থানায় মাদক মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD