ছবিঃ সংগৃহীত
জেলার সদর দক্ষিণে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। বুধবার (০৬ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজি বাটপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বাটপারা গ্রামের হানিছ মিয়ার ছেলে মো. জামিন মিয়া ও একই গ্রামের লাল মিয়ার ছেলে অটোরিকশাচালক ফুজাল মিয়া।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রাস্তায় পাশে দাঁড়িয়ে ছিল ব্যাটারিচালিত অটোরিকশা। এ সময় কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজন কাভার্ডভ্যানের নিচে আটকে আছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, চালক ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপ দেয়।
Leave a Reply