মঙ্গলবার, ২৪ Jun ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার তদন্ত হবে – স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার তদন্ত হবে – স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্ক।।

কাশিমপুর কারাগারে বন্দি লেখক মুশতাক আহমেদের (৫৩) মৃত্যুর ঘটনায় তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘মৃত্যু যেভাবেই হোক, তদন্ত হবে।’

এর আগে বৃহস্পতিবার রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মারা যান ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার মুশতাক আহমেদ।

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, সন্ধ্যায় সোয়া সাতটার দিকে মুশতাক আহমেদ কারাগারে মাথা ঘুরে পড়ে অচেতন হয়ে যান। তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে পরে অবস্থান উন্নতি না হলে দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর ৮টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD