স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার বাজুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রী কলেজের সাবেক ভিপি মানষ মুকুল রায়।
ইতিমধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামীলীগ।১৩মার্চ শনিবার সকাল সাড়ে দশটায় গনভবনে বাংলাদেশ আওয়ামীলীগের সংসদীয় বোর্ড
ও স্হানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় দলের চুড়ান্ত প্রার্থী নির্ধারন করা হয়।
বাজুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানষ মুকুল রায় দলীয় মনোনয়ন পান।গতকাল সোমবার বিকালে মনোনয়ন বোর্ডের পত্র পেয়ে ঢাকা থেকে নিজ এলাকা পৌছানোর আগে দলীয় নেতা কর্মিরা এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় তাকে পোদ্দারগন্জ গিয়ে ফুলেল শুভেচ্ছা ও মাল্যদান করে তাকে নিয়ে বাজুয়া চড়া বাধে কালিমন্দিরে এলে মানস রায় সেখানে এক সংক্ষিপ্ত বক্তিতায় বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যহত উন্নয়নে দেশ আজ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে,আওয়ামীলীগ সরকার রাষ্ট্রিয়ক্ষমতায় থাকলে দেশের একটি মানুষ ও খাদ্য অভাবে থাকেনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অঙ্কন করেছিলেন লাল সবুজের স্বাধীন বাংলাদেশ। আর বাবার রেখে যাওয়া স্বপ্ন সঠিক রুপে রুপান্তরিত করতে তিলে তিলে রুপরেখা দিচ্ছেন সেই বাংলদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দেশের ও জাতীর উন্নয়নে আওয়ামীলীগ সরকার কে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সকল কে নৌকা প্রতিকের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে হবে। এসময় তিনি আসন্ন বাজুুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার অনুকুলে নৌকা প্রতি
কে সকলের কাছে ভোট প্রার্থনা করেন।
বক্তি্তা্ করেন কৈলাশগন্জ ইউনিয়ন পরিষদ দলীয় মনোনীত প্রাথী উপজেলা আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান মিহির মন্ডল,বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অপারাজিত মন্ডল অপু,সজল গাইন প্রমুঃ
Leave a Reply