আকিবুজ্জামিন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
আজ সকালে সাতক্ষীরা অন্চলিক প্রেসক্লাবের সামনে কিছু দাবি নিয়ে মানববন্ধন করে ইন্জিনিয়ারিং পড়ুয়া ছাত্ররা।তাদের দাবি
Diploma in engineering চলমান ২য়, ৪র্থ এবং ৬ষ্ঠ সেমিষ্টারের থিওরিগুলো অটোপ্রমোশন দিয়ে
ব্যবহারিক সংক্ষিপ্ত সিলেবাস করে স্বাস্থ্যবিধি মেনে ১৫-২০ দিন ক্লাস করে ব্যবহারিক পরীক্ষা মাধ্যমে মূল্যায়ন করা হোক ।
পরবর্তী ১ম, ৩য়, ৫ম এবং ৭ম সেমিষ্টারগুলো দ্রুত ক্লাস শুরু করা ব্যবস্থা করেন ।
এবং ৮ম পর্বের ভাইভা পরীক্ষা নিয়ে দ্রুত সার্টিফিকেট প্রদান করা ব্যবস্থা করেন ।
প্রায় ৬ মাসে মত লস হয়ে গেছে যাতে করে আমাদের জীবন থেকে ১ বছর চলে না যায় সেদিকে নজর রাখার জন্য BTEB প্রতি অনুরোধ করে তারা।
Leave a Reply