বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
ঢাবিতে যুবক হত্যা জড়িতদের গ্রেপ্তার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কাজে না ফেরা পুলিশ সদস্যদের আর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা তরুণ সম্পাদক বিপুল চন্দ্র রায় ও সাহিত্য পত্রিকা বাংলার শব্দচাষী বিশ্বকবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার পেলেন কবি ফারুক আহমেদ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী ত্রাণ তহবিলের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে সে বিষয়ে মুখ খুলেছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ আইসিটি সচিব হলেন শীষ হায়দার চৌধুরী কসবায় চকচন্দ্রপুর হাফেজি মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কসবায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সার, বীজ ও অর্থ বিতরণ
অনলাইনে ট্রেনের টিকেট কি ভাবে নিবেন

অনলাইনে ট্রেনের টিকেট কি ভাবে নিবেন

নিডস নিউজ ডেক্সঃ

শুরু হয়ে গেল “টিকেট যার-ভ্রমণ তার” নীতি। এর মানে আপনি এখন চাইলেই অন্যের টিকেটে ট্রেন ভ্রমণ করতে পারবেন না। আর যদি এই আইন অমান্য করেন, তাহলে জরিমানা অথবা ৩ মাসের জেল বা উভয় দন্ড হতে পারে। তাই নিজের টিকেট নিজেই কাটুন।

কিভাবে?

খুব সহজ।

গুগল প্লে ষ্টোর থেকে ডাউনলোড করুন “রেল সেবা” এপস।

সেটাপ ১

সাইন আপ – Sign Up বাটনে ক্লিক করে প্রথমে রেজিষ্ট্রেশন করে নিন। এ জন্য প্রয়োজন হবে, একটি সচল ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর। পছন্দ মত পাসওয়ার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করে ফেলুন।

সেটাপ ২

আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড এর মাধ্যমে লগ ইন বাটনে ক্লিক করে আপনার উল্লেখিত মোবাইল নম্বরে যে OTP কোড পাঠানো হবে তা দিয়ে ভেরিফিকেশন করে সহজেই লগ ইন করতে পারবেন।

সেটাপ ৩

লগ ইন – Log in সফলভাবে হয়ে যাওয়ার পর আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর বা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে নাম, জন্ম তারিখ, লিঙ্গ ও ঠিকানা সাবমিট করুন। ব্যাস, আপনার একাউন্ট তৈরি হয়ে গেল। এরপর চাইলে আপনি সেটিংস অপশনে গিয়ে নিজের মতো করে তথ্য পরিবর্তন বা হাল নাগাদ করে নিতে পারেন।

এরপর আপনি যেখানে যাবেন নিজের পছন্দের সিট অনুযায়ী টিকিট নিজেই কাটতে পারবেন।

টাকা পরিশোধের জন্য আপনার মোবাইলে bKash, রকেট কিংবা সাথে visa কার্ডের তথ্য থাকতে হবে।
Payment বাটন গিয়ে টাকা পরিশোধ করলেই আপনার টিকেট এর Confirmation চলে আসবে।

এরপর আপনার ই-মেইলে বা এপস এর History বাটনে ২০-৩০ মিনিটেই চলে আসবে আপনার ই-টিকেট।

মোবাইল সাথে থাকলে টিকিট প্রিন্ট না করলেও চলবে।

আর্টিকেল পড়ে কঠিন মনে হলেও বাস্তবে কিন্ত অনেক সহজ। এখনই চেষ্টা করুন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD